দৃষ্টিশক্তি হারাতে চলেছেন রাঘব চড্ডা! এমনই খবর ভাইরাল সামাজিক মাধ্যমে। আম আদমি পার্টি (এএপি)র নেতা সৌরভ ভরদ্বাজ এখবর প্রকাশ্যে এনেছেন। জানিয়েছেন, চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশে চড্ডা। খবর ছড়াতেই মন্তব্য বিভাগে বানভাসি। প্রত্যেকে রাঘবের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অনেকে বিষয়টি নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন। তাঁদের দাবি, পুরোটাই ভুয়ো!
আপ নেতার দাবি, বেশ কিছুদিন ধরেই নাকি রাঘব তাঁর চোখের সমস্যা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছেন। দ্রুত চিকিৎসার প্রয়োজন, এমনটাও জানিয়েছিলেন। চিকিৎসা নিয়েও আলোচনা হয়। শেষে চোখ বাঁচাতেই লোকসভা নির্বাচনের আগে যুক্তরাজ্যে উড়ে যেতে বাধ্য হন। চাড্ডাকে সুস্থতার আগাম শুভেচ্ছা জানিয়ে ভরদ্বাজ যোগ করেছেন, “আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি তাঁর দ্রুত সুস্থতা আশা করছি। আশা, শীঘ্রই তিনি প্রচারে ফিরে আসবেন।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
আপ নেতার দাবি, বেশ কিছুদিন ধরেই নাকি রাঘব তাঁর চোখের সমস্যা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছেন। দ্রুত চিকিৎসার প্রয়োজন, এমনটাও জানিয়েছিলেন। চিকিৎসা নিয়েও আলোচনা হয়। শেষে চোখ বাঁচাতেই লোকসভা নির্বাচনের আগে যুক্তরাজ্যে উড়ে যেতে বাধ্য হন। চাড্ডাকে সুস্থতার আগাম শুভেচ্ছা জানিয়ে ভরদ্বাজ যোগ করেছেন, “আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি তাঁর দ্রুত সুস্থতা আশা করছি। আশা, শীঘ্রই তিনি প্রচারে ফিরে আসবেন।”
View this post on Instagram
